আপনি কি কখনো এই শব্দগুলো শুনেছেন ‘ DEEP WEB’ বা ‘ DARK WEB’ ? মুলত আমরা এই ধরনের শব্দগুলো শুনে থাকি বিখ্যাত গোয়েন্দা মুভি এবং টিভিশো গুলোতে।এটা হল এমন একটা টার্ম যা ব্যবহার করা হয় কিছু ওয়েবসাইটের কালেকশানকে বোঝাতে যেগুলো বাস্তবে আছে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো লুকিয়ে রাখা হয় সাধারন মানুষদের থেকে।এই ওয়েবসাইট গুলো তাদের IP অ্যাড্রেসকে গোপন রাখে এবং স্ক্রিনের সামনে যে আছে তার পক্ষে সেটা চিহ্নিত করা অসম্ভব করে দেয়। আপনি কি মনে করেন যে আপনি কিছু সাধারন ব্রাউজার দিয়ে তাদেরকে খুজে বের করতে পারবেন যেমন Chrome বা Firefox ? না , কখনোই না।এমনকি তারা গুগল বা ইয়াগু তেও নির্দেশিত নেই । সুতরাং আপনি এসব ওয়েবসাইট থেকে যে কোন ধরনের বেআইনি জিনিস কিনতে পারবেন।আপনি এ ধরনের ওয়েবসাইট থেকে একটা আগ্নেয়াস্ত্র কিনে একজনকে মেরে ফেলতে পারেন। একজনকে ভাড়া করতে পারেন যে কিনা আপনার হয়ে কাউকে খুন করবে একটা ভুয়া পরিচয়ের মাধ্যমে। সুতরাং DEEP WEB হচ্ছে একটা অন্ধকার জায়গা এবং আসুন জেনে নিই এখানে কি ঘটে চলে। এটা কিভাবে কাজ করে? DARK WEB এর প্রায় সকল ওয়েবসাইটেই TOR নামে এক ধরনের এনক্রিপসান টুল ব্যবহার করা ...